Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নেপালের ৩ মন্ত্রণালয়ের সামনে থেকে বোমা উদ্ধার, উত্তেজনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:০১ এএম

ভারতের সঙ্গে মানচিত্র নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরে থেকেই সমস্যা বেড়েছে নেপালের। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে প্রবল বিক্ষোভ হচ্ছে নেপালের শাসকদল কমিউনিস্ট পার্টির ভিতরেই। এর মাঝেই মঙ্গলবার সকালে তিনটি মন্ত্রণালয় ও একটি প্রদেশের বিধানসভার বাইরে থেকে উদ্ধার হল তিনটি বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। স্থানীয় স‚ত্র বলছে, মঙ্গলবার সকালে নেপালের সুদ‚রপশ্চিম প্রদেশের বিধানসভা ভবন ও তার পাশে থাকা তিনটি মন্ত্রণালয়ের অফিসের সামনে সন্দেহজনক তিনটি বোমা পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। কে বা কারা ওই এলাকায় বোমা রেখেছে তার খোঁজে তদন্ত শুরু হয়েছে। এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পরেই সুদ‚রপশ্চিম প্রদেশের কালীয়ালি জেলার পুলিশ হেডকোয়ার্টার ধাঙ্গাধিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেপাল পুলিশ বলছে, তিনটি মন্ত্রণালয় ও আঞ্চলিক বিধানসভা ভবনের সামনে থেকে তিনটি বোমা উদ্ধার হয়েছে। কারা ওখানে বোমা রেখেছে সে বিষয়ে তদন্ত চলছে। পাঞ্জাব ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপাল

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ