Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিফা থেকে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা পেলেন জনি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ৬:২০ পিএম

নিজ পায়ের চিকিৎসা বাবদ বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা থেকে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা পেলেন জাতীয় দলের ফুটবলার মাসুক মিয়া জনি। ফিফা তিন কিস্তিতে তাকে দিয়েছে মোট ১৩ লাখ ৪৭ হাজার টাকা। সর্বশেষ কিস্তিতে ফিফা ৫ লাখ ৪৭ হাজার টাকা বসুন্ধরা কিংসের মিডফিল্ডার জনিকে পাঠিয়েছে ২০ জুলাই। এ টাকা ওইদিনই তার ক্লাব বসুন্ধরার অ্যাকাউন্টে জমা হয়েছে বলে মঙ্গলবার জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ফিফা প্রথম কিস্তিতে জনিকে ৪ লাখ টাকা দিয়েছিল। এপ্রিলে দ্বিতীয় কিস্তিতে তারা দিয়েছে ৪ লাখ টাকা।

গত বছর আগস্টে কাতার বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্পে চলাকালীন সময়ে মাসুক মিয়া জনির পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের সময় সতীর্থ বিশ্বনাথ ঘোষের সঙ্গে সংঘর্ষ হলে চোট পান জনি। তারপরও চোট আক্রান্ত জনিকে ব্রিটিশ কোচ জেমি ডে জনিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য তাজিকিস্তান নিয়ে যান। কিন্তু ওই ম্যাচে তাকে খেলাতে পারেননি কোচ। দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে জনির পায়ের অপারেশন করা হয়। দীর্ঘ চিকিৎসাধীন থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার। তার পায়ের অবস্থা আগের চেয়ে বেশ ভালো বলে জানান জনি। বর্তমানে তিনি সিলেটের শ্রীমঙ্গলে নিজ বাড়িতে আছেন। সেখান থেকে জনি মুঠোফোনে বলেন, ‘আমি নিয়মিত ব্যয়াম করছি। পায়ের অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলে মাঠে একা বল নিয়েও অনুশীলন করছি। তবে সবার সঙ্গে অনুশীলন করলে বোঝা যাবে। আগামী মাসে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আমাকে ডাকলে অনুশীলন শুরুর আগে আরেকটা এমআরআই করে যেতে হবে। ৮ অক্টোবর আমার ঘরের মাঠ সিলেটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। আমি ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছি। বাকিটা আল্লাহর ইচ্ছা।’

জাতীয় দলের ম্যাচে কিংবা ক্যাম্পে থাকাকালীন কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে ফিফা সহায়তা দিয়ে থাকে। বাফুফে জনির জন্য চিকিৎসা সহায়তার উদ্যোগ নিলে ফিফার কাছ থেকে এই টাকা অনুদান পান তিনি। ইনজুরির পর থেকে ১৭৫ দিনের জন্য জনিকে মোট ১৩৮৮৫ ইউরো দিয়েছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ লাখ ৪৭ হাজার টাকা।

চিকিৎসার জন্য ফিফার কাছ থেকে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা পাওয়ায় বাফুফে ও নিজ ক্লাব বসুন্ধরা কিংসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাসুক মিয়া জনি। এ নিয়ে তিনি বলেন, ‘বাফুফের উদ্যোগ আর বসুন্ধরা কিংসের সহযোগিতায় এই অর্থ পেয়েছি আমি। যা চিকিৎসার জন্য ব্যয় করছি। এখন আমার লক্ষ্য যত দ্রুত সম্ভব মাঠে ফেরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ