মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ায় দস্যুদের হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির অন্তত ২৩ সেনা সদস্য, নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। আফ্রিকান দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে এ হত্যাকান্ড ঘটে। কাতসিনা প্রদেশের জিবিয়া জেলার একটি জঙ্গলাকীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে হাঁটার সময় সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। সামরিক এক স‚ত্র বলেছেন, ‘এখন পর্যন্ত ২৩ সেনার মৃতদেহ পাওয়া গেছে, কয়েকজন নিখোঁজ।’ স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত এই সশস্ত্র দুর্বৃত্তরা গবাদি পশু ছিনিয়ে নেওয়া ও অপহরণের মতো অপকর্ম করতো। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, এখন তারা অঞ্চলের কিছু বিদ্রোহী গ্রুপের সঙ্গে হাত মিলিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজন নিখোঁজ থাকায় নিহতদের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।