Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে ফাহিমের জানাজা সম্পন্ন

হত্যাকারী সম্পর্কে নতুন তথ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ ফ্ল্যাটে নিহত হওয়া রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহর জানাজা সম্পন্ন হয়েছে। করোনা মহামারি কারণে কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। এমনকি সেখানে সাংবাদিকদেরও যেতে দেয়া হয়নি। এদিকে, ফাহিমকে খুনের পর তার কার্ড দিয়েই শপিং করে খুনি টাইরিস হাসপিল। শনিবার পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার নিউইয়র্ক সময় দুপুর ফাহিম সালেহর ১২টায় জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, নিউ ইয়র্ক শহরের পোকেস্পী রুরাল সিমেট্রিতে জানাজা শেষে তাকে সেখানেই সমাহিত করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিহত ফাহিমের পরিবারকে গণমাধ্যমের সঙ্গে কথা না বলারও পরামর্শ দেয়া হয়েছে। তাই তদন্তের স্বার্থে তাদের দেয়া পরামর্শ পালন করছেন ফাহিমের পরিবারের সদস্যরা। গতকাল শনিবার এক বিবৃতিতে ফাহিমের পরিবার এসব জানায়। এবিসি নিউইয়র্কের আইউইটনেস নিউজের খবরে এমনটি জানানো হয়।

এদিকে, হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ফাহিমের সাবেক সহকারী টাইরিস ডেভো হাসপিলের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রি হত্যাকান্ডের অভিযোগ গঠন করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার অভিযুক্ত হাসপিলকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেয়া হলে তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়।

গতকাল শনিবার হাসপিল জামিন আবেদন করলে বিচারক জোনাথন সেভটকি তা নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া আগামী ১৭ আগস্ট তাকে আবারও আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়। নৃশংস এ খুনের রহস্য উদঘাটনে পুলিশ যখন মরিয়া তখন গার্লফ্রেন্ডকে নিয়ে সময় কাটাচ্ছিল সে। প্রস্তুতি নিচ্ছিল জন্মদিন উদযাপনের। এজন্য খুনের দুই দিনের মাথায় বান্ধবীর ২২তম জন্মদিন উদযাপনের জন্য ২২ লেখা দুটি বেলুন কিনে সে।

শনিবার প্রকাশিত ভিডিওতে ঘাতক টাইরিস হাসপিলকে শপিংয়ে যাওয়ার জন্য ক্যাব খুঁজতে দেখা যায়। কিছুক্ষণ পর সামান্য এগিয়ে ফাহিমের ক্রেডিট কার্ড দিয়ে ২২ লেখা দুইটি বেলুন কেনে সে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফাহিম সালেহকে হত্যার পর খুনি টাইরিস হাসপিলকে ওই তরুণীর সঙ্গে সময় কাটাতে দেখা যায়। অন্যান্য কেনাকাটার পাশাপাশি বান্ধবীর জন্মদিনের বেলুনও কিনে ২১ বছরের নৃশংস এই খুনি।

নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা নিউইয়র্ক পোস্টের কাছে এই খুনিকে ‘আমেরিকার নতুন সাইকো’ হিসেবে আখ্যায়িত করেছেন। ১৭ জুলাই মধ্যরাতে ম্যানহাটনের ক্রিমিনাল কোর্টে হাসপিলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ সময় প্রসিকিউটররা জানান, ইতোমধ্যেই খুনিকে দোষী প্রমাণের জন্য ‘পর্যাপ্ত আলামত’ পাওয়া গেছে।
ম্যানহাটনের অ্যাসিসট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি লিন্ডা ফোর্ড বলেন, ‘ভিডিওতে হাসপিলকে একটি হোম ডিপো থেকে করাত ও পরিষ্কার করার উপকরণ কিনতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে সে উপকরণগুলোই সংগ্রহ করা হয়েছে। নজরদারি ক্যামেরা ফুটেজে হত্যাকারীর গায়ে যেমন পোশাক ছিল সে রকম পোশাক হাসপিলের ব্রুকলিনের বাড়িতে পাওয়া গেছে। এছাড়া ডিজিটাল পদ্ধতিতেও ঘটনাস্থলেও তার উপস্থিতি শনাক্ত করতে পেরেছেন তদন্তকারীরা।’

লিন্ডা ফোর্ড বলেন, এ মামলার ক্ষেত্রে বিস্তর প্রমাণ রয়েছে। অপরাধ সংঘটনের আগে ও পরে তাকে নজরদারি ক্যামেরায় দেখা গেছে। ভিডিও দেখে অন্তত দুইজন ব্যক্তি তাকে শনাক্ত করতে পেরেছে। ফোর্ড আরও অভিযোগ করেন, ১৩ জুলাই দুপুর প্রায় পৌনে দুইটার দিকে লিফট-এ করে ফাহিমের পিছু নেয় মাস্ক পরিহিত হাসপিল। লিফটটি ফাহিমের ফ্ল্যাটে পৌঁছানোর পর পরই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। এরপর লাশ অ্যাপার্টমেন্টের ভেতরে রেখে সেখান থেকে চলে যায় হাসপিল। পরদিন হোম ডিপো থেকে করাত ও অন্যান্য জিনিসপত্র কিনে আবারও ওই অ্যাপার্টমেন্টে যায় সে। ফাহিমের কাছ থেকে আগে ৯০ হাজার ডলার চুরি করেছিল হাসপিল। ফাহিম তখন তাকে নিজের প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করেছিলেন। তবে তার বিরুদ্ধে পুলিশের কাছে কোনও অভিযোগ করেননি। সূত্র: এবিসি নিউজ।



 

Show all comments
  • Reader Russell ২০ জুলাই, ২০২০, ১:১১ এএম says : 0
    মনে হচ্ছে আন্তর্জাতিক কোনো মাফিয়া জড়িত ছিল
    Total Reply(0) Reply
  • Moriom Surmi ২০ জুলাই, ২০২০, ১:১২ এএম says : 0
    May Allah rest him in jannat
    Total Reply(0) Reply
  • Moriom Surmi ২০ জুলাই, ২০২০, ১:১২ এএম says : 0
    May Allah rest him in jannat
    Total Reply(0) Reply
  • Tasnia Tisha ২০ জুলাই, ২০২০, ১:১৩ এএম says : 0
    বিচার চাই বিচার চাই দেশের একটা নক্ষত্র ছেলে গেলো
    Total Reply(0) Reply
  • Safwan Jubayer Safwan ২০ জুলাই, ২০২০, ১:১৩ এএম says : 0
    ফাহিম আমাদের বাংলাদেশ এর অহংকার ছিল, আসলে আমার খুন কষ্ট লাগছে ,সবাই কে অনুরোধ করব বেশি করে শেয়ার করুন এবং প্রতিবাদ করুনঃ সবাই বিচার দাবি করুন!
    Total Reply(0) Reply
  • Shahnaz Alam ২০ জুলাই, ২০২০, ১:১৪ এএম says : 0
    সত্যি খুব কস্ট হয়, যখন কোন হত্যার। খবর শুনি। আল্লাহ পাক জেন তাকে জান্নাত দান করেন আমিন।
    Total Reply(0) Reply
  • খলিলুর রহমান ২০ জুলাই, ২০২০, ৯:১২ এএম says : 0
    ফাহিমের হত্যার বিচার চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ