Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার মুম্বাই পুলিশের পাশে সোনু সুদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ৫:৫২ পিএম
নভেল করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই মানবিক সোনু সুদ। এই পরিস্থিতিতে দেশ-বিদেশে আটকে পড়া হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন তিনি। পাশাপাশি বন্যাদুর্গতদের জন্যও সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন। এবার মুম্বাই পুলিশকে ২৫ হাজার ফেস শিল্ড দিলেন 'সিম্বা' খ্যাত এই খল অভিনেতা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মহারাষ্ট্র পুলিশের সুরক্ষার কথা মাথায় রেখে তাদের জন্য ২৫ হাজার ফেস শিল্ড উপহার দিলেন সোনু। এমনটি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে সোনুর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অনিল দেশমুখ। সেখানে তিনি লিখেছেন, 'দেশের মানুষের জন্য শুরু থেকেই কাজ করছেন সোনু জি। সেই ধারাবাহিকতায় আমাদের পুলিশ সদস্যদের জন্য ২৫ হাজার ফেস শিল্ড দিয়েছেন তিনি। আপনার মহানুভবতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।' লকডাউনের জেরে গৃহহীন মানুষদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সোনু। ইতোমধ্যে দেশের নানা অঙ্গরাজ্য থেকে প্রায় ৩০ হাজার শ্রমিকদের বাড়িতে ফেরত পাঠিয়েছেন তিনি। অভিনেতার কথায়, 'শেষ শ্রমিক বাড়ি পৌঁছানো পর্যন্ত আমার এই কাজ অব্যাহত থাকবে। সবাইকে ঘরে ফিরিয়ে তবেই আমি বিশ্রাম নিতে চাই।'


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ