Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ১১:২১ এএম | আপডেট : ১২:১৯ পিএম, ১৭ জুলাই, ২০২০

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একই পরিবারের নারী ও শিশুসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে উপজেলার পল্লী বিদ্যুৎ রোড মাস্টার পাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
নিহত চার জন হলেন- গণি মিয়া (৪৫) ও তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৭) ছেলে তাজেল (১৬) ও মেয়ে সাদিয়া (৯)।
স্থানীয় বাসিন্দা হাবলু , নিশাত ও সাদিকুল জানান, গণি নতুন বসতি স্থাপন করেছেন। গত কয়েকদিন ধরে তার বাড়ির গেট তালাবদ্ধ ছিল। সকালে গণির শাশুড়ি বাসার গেটে এসে ডাকাডাকি করে কোনা সাড়া না পেলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।
টাঙ্গাইল জেলা পুলিশের গোয়ান্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত সত্যতা নিশ্চিত করেছেন।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, জেলা থেকে পিবিআই ও সিআইডি  বিশেষেজ্ঞ টিম ঘটনাস্থলে আসছে। পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা বেষ্টনিতে রেখেছে।



 

Show all comments
  • আবুল কালাম আজাদ ১৭ জুলাই, ২০২০, ১:৪৬ পিএম says : 0
    আমরা কেমন জাতি, সৃষ্টির সেরা জীব মানুষ আমরা নাকি কোন হায়না জানোয়ারের রক্তে মিশ্রিত কোন জানোয়ার জাতি, কেনো হচ্ছে এমন নির্মমতা, কিসের লোভ টাকা সম্পদের নারীর, মানুষের মাঝে আল্লাহুর ভয় নেই তাই মানুষ অপকর্মে লিপ্ত,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ