মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সতেরো বছর পরে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হল মার্কিন যুক্তরাষ্ট্রে। বুধবার ইন্ডিয়ানার কারাগারে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে ড্যানিয়েল লিউইস লি নামে এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
গত সোমবার জেলা বিচারকের নির্দেশে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গিয়েছিল ড্যানিয়েলের মৃত্যুদণ্ড। কিন্তু পরে আবার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। মার্কিন প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বছর সাতচল্লিশের ড্যানিয়েলের বিরুদ্ধে একই পরিবারের তিন জনকে খুনের অভিযোগ ছিল। ওকলাহোমার বাসিন্দা ড্যানিয়েল ১৯৯৬ সালে আরকানসয়ের একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে সেই বাড়ির তিন জনকে খুন করেছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে তার মৃত্যুদণ্ড হয়। তবে বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করে এসেছে সে।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে আরও তিন আসামির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। এদের মধ্যে শুক্রবার ওয়েসলি পারকি নামে যে আসামির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, স্থগিতাদেশ জারি হয়েছে তাতে। ড্যানিয়েলের মতোই ইন্ডিয়ানার কারাগারে রয়েছে ৬৮ বছরের ওয়েসলি। কিন্তু তার মানসিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিচারক। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।