Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের একসঙ্গে পাঁচ মুসলিম শিশুর মর্মান্তিক মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ১০:৫৭ এএম

খেলতে খেলতে বৃষ্টির পানিতে তৈরি হওয়া ডোবায় নেমেছিল দুই শিশু। কিন্তু টাল সামলাতে পারেনি তারা। তাদের ডুবে যেতে দেখে বাকি তিনজনও নেমে পড়ে। বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো পাঁচ শিশুর। শেষ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায় দুঃখজনক ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, মৃত পাঁচ শিশু মিন্টু শেখ, শাকিল শেখ, ইউনুস শেখ, ইব্রাহিম শেখ ও আজমল শেখ। রানিতলা থানার একটি গ্রামের বাসিন্দা তারা। পাঁচজনেরই বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে। ভারতীয় গণমাধ্যম জানায়, গ্রামের একই পাড়ায় বেড়ে ওঠার ফলে অন্তরঙ্গ বন্ধু ছিল তারা। প্রতিবেশিরা বলছে, মৃত্যুও তাদের আলাদা করতে পারল না।

স্থানীয়রা বলছেন, একটি ইটভাটার পাশে পাঁচজনে মিলে খেলা করছিল। সেখানে ডোবায় বৃষ্টির পানি জমেছিল। যা দেখে সেই পানিতে নামার চেষ্টা করে মিনটু ও শাকিল। কাদায় পা পিছলে তারা পানিতে পড়ে যায়।

দুই বন্ধুকে বাঁচাতে বাকি তিনজনও নেমে পড়ে। কিন্তু কেউ আর ফিরে আসেনি। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে ডোবায় তাদের লাশ ভেসে থাকতে দেখতে পায়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ