Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লিবীয় সঙ্কট নিরসনে কাজ করবেন ট্রাম্প-এরদোগান

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ১২:০১ এএম

লিবীয় সঙ্কট নিরসনে ‘আরও ঘনিষ্ঠভাবে’ কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। উভয় নেতা মঙ্গলবার টেলিফোনে কথা বলার সময় এ বিষয়ে সম্মত হন। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে। তারা জানায়, এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ‘লিবিয়ায় দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা জোরদার করতে মিত্র দেশ হিসেবে আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে সম্মত হয়েছেন।’ লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐক্যের সরকারের (জিএনএ) প্রতি তুরস্কের সমর্থন রয়েছে এবং তারা দেশটির প‚র্বাঞ্চলীয় যুদ্ধবাজ নেতা খলিফা হাফতারের বিরুদ্ধে ত্রিপোলিকে সামরিক সহযোগিতা জোরদার করেছে। হাফতার রাজধানী দখলে অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জিএনএ’কে সমর্থন দিলেও ওয়াশিংটনের মিত্র দেশ মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সউদী আরব হাফতারকে সমর্থন করেছে। লিবিয়ায় ব্যাপক সংঘাতের মুখে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে দেশটি চরম বিশৃংখলার মধ্যে পড়ে। হাফতার ২০১৯ সালের এপ্রিলে রাজধানী ত্রিপোলি দখলে অভিযান শুরু করলেও জিএনএ সরকার লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের নিয়ন্ত্রণ ফিরে পেতে তুরস্কের সামরিক বাহিনীর সহযোগিতাকে কাজে লাগায়। এএফপি এ খবর জানায়। রয়টার্সের খবরে বলা হয়, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মনোভাব প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের কাছে এই মনোভাব প্রকাশ করেন। ট্রাম্প বলেন, আসন্ন নির্বাচন খুব গুরুত্বপ‚র্ণ। আমরা খুব ভালো কাজ করেছি। আমি মনে করি নির্বাচনের দিন আপনারা অবাক করা কিছু সংখ্যা দেখবেন। আমরা যা করেছি এমনটি এখন পর্যন্ত আর কেউ করতে পারেনি। আশা করি আমি আবারো প্রেসিডেন্ট হবো। করোনা মহামারিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ