প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামী ঈদে রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশের জন্য একটি গান গাইলেন সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা। গানটি লিখেছেন জামাল হোসেন। ‘চাঁদ উঠেছে’ শিরোনামে গানটির সুর সঙ্গীত করেছেন আহমেদ হুমায়ূন। কণা জানান, এবারের ঈদের জন্য তিনি এই একটি মাত্রই গান গেয়েছেন। এটি একটি মিষ্টি সুরের গান। আমার রেশমী চুড়ি গানটি যেমন একটি আনন্দের গান ঠিক তেমনি এটিও আনন্দের গান। শ্রোতারা গানটির সঙ্গে নিজেদের আবেগ অনুভূতির সঙ্গে জড়িয়ে নিতে পারবে। গানটির সুর সঙ্গীত চমৎকার হয়েছে। এদিকে কণা আপাতত কোন টিভি’র শো’র শুটিং-এ অংশ নিচ্ছেন না। গাজীপুরে নিজ গ্রামের বাড়িতে সময় কাটাচ্ছেন। করোনায় নাগরিক জীবনের কোলাহল থেকে নিজেকে মুক্ত রাখতেই তিনি গাজীপুরে আছেন। অবশ্য কণা এরইমধ্যে বাংলাদেশ পুলিশ’র জন্য একটি গান গেয়েছেন। গেয়েছেন আরো কয়েকটি প্রতিষ্ঠানের জন্য টাইটেল সং। সময় হলেই সেসব গানের বিস্তারিত জানাবেন তিনি। এদিকে করোনা নিয়েও কয়েকটি গানে কন্ঠ দিয়েছেন কণা, যা এরইমধ্যে প্রকাশিত হয়েছে। কণা বলেন, ‘আমাদেরই তো দায়িত্ব মানুষকে সচেতন করা। শিল্পী হিসেবে আমার নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই করোনা সম্পৃক্ত গানগুলোতে কন্ঠ দিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।