Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন হোম ম্যাচে ভালো করতে আশাবাদী তপু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ৬:৪৮ পিএম

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ‘ই’ গ্রুপে বাংলাদেশের বাকি আছে আরো চার ম্যাচ। আগামী ৮ অক্টোবর আফগানিস্তান, ১৩ অক্টোবর কাতার, ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়া বাহিনী। চারটির মধ্যে লাল-সবুজরা তিনটি ম্যাচই খেলবে ঘরের মাঠে। এগুলো হলো- আফগানিস্তান, ভারত এবং ওমান ম্যাচ। এই তিন দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঘরের মাঠ বলে বাছাইয়ের তিন হোম ম্যাচে ভালো করতে আশাবাদী বাংলাদেশ দলের তারকা ডিফেন্ডার তপু বর্মন।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি বলেন,‘করোনাকালে আমরা ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে প্রথম হোম ম্যাচটি খেলবো। যদিও প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে আমরা তিন মাসেরও বেশি সময় ধরে খেলার বাইরে আছি। তবে আশা করছি আগামী মাসে আমাদের ক্যম্প শুরু হবে। যদি তাই হয় তবে আফগানিস্তান ম্যাচের জন্য প্রস্তুত হতে যথেষ্ট সময় পাবো আমরা।’ তপু যোগ করেন,‘হোম ম্যাচ হওয়ার কারণে আমরা কিছু অতিরিক্ত সুবিধা পাবো। অ্যাওয়ে ম্যাচে তাজিকিস্তানে আমরা ভালো খেলার পরও আফগানিস্তানের কাছে হেরেছিলাম। ওই ম্যাচে দলগত তুলনা করলে আমরা আফগানদের চেয়ে এগিয়ে থাকবো। এবার ঘরের মাঠে তাদেরকে ছেড়ে কথা বলবো না এটা নিশ্চিত। আমি আশাবাদী আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে।’

জাতীয় দলের এই ডিফেন্ডার আরো বলেন,‘আফগানিস্তানের পর ১২ নভেম্বর ভারতের বিপক্ষে লড়তে হবে আমাদের। ভারতের বিপক্ষে ওদের মাঠে যেভাবে খেলছিলাম সেই খেলাটা খেলতে পারলে জয় সুনিশ্চিত। সল্টলেকে দূর্ভাগ্যজনকভাবে শেষ মূহূর্তে গোল হজম করায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল আমাদের। তবে এবার ঘরের মাঠে ভারতকে ছাড় দেব না। আমি মনে করি শক্তিতে ভারত ও বাংলাদেশ সমান অবস্থানেই আছে। তবে হোম গ্রাউন্ডের সুবিধা আদায় করে এবার ওদের চেয়ে এগিয়ে থাকতে চাই। আমাদের একটাই লক্ষ্য, ভারতকে হারাবো।’

আফগানিস্তান ও ভারতের চেয়ে বেশি শক্তিশালী ওমান। এটা মানেন তপু। বাছাইয়ে ওমানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪-১ ব্যবধানে। তপুর উপলব্ধিতে বাছাইয়ে বাংলাদেশের সবেচেয়ে কঠিন ম্যাচ ছিল সেটিই। বড় ব্যবধানে হারলেও বাংলাদেশ ওই ম্যাচে একেবারে খারাপ খেলেনি। চেষ্টা করেছে লড়াই করতে। এবার লাল-সবুজরা নিজেদের মাঠে পাচ্ছে ওমানকে। তাই স্বাগতিক সুবিধা নিয়ে ম্যাচে ভালো করতে চান তপু। তার কথায়,‘আমরা আমাদের দেশের বাইরে খেলেছি আর এবার ওমান ওদের দেশের বাইরে খেলতে আসছে। ওমানের বিপক্ষে আমরা সবাই ভালো খেলার চেষ্টা করবো। আমি মনে করি তাদের বিপক্ষে দলগতভাবে ভালো খেলতে পারলে আমরা পজিটিভ ফলাফল পাবো।’

বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে এখন পর্যন্ত কাতার, ওমান, আফগানিস্তান ও ভারত পাঁচটি করে ম্যাচ খেললেও বাংলাদেশ খেলেছে চারটি। ১৩ পয়েন্ট নিয়ে কাতার তালিকার শীর্ষে আছে। এক পয়েন্ট কমে ওমান আছে দ্বিতীয়স্থানে। আফগানদের পয়েন্ট ৪ ও ভারতের অর্জন ৩। আর মাত্র ১ পয়েন্ট পেয়ে তালিকায় সবার শেষে নাম বাংলাদেশের। তাই বাকি ম্যাচগুলোতে ভালো ফলাফল করতে মুখিয়ে আছে ব্রিটিশ কোচ জেমি ডে’র দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ