মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। শনিবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ বন্যা এবং ভ‚মিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধারে ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শুক্রবার জাতির উদ্দেশে এক ভাষণে বলেছেন, দেশটিতে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৩৫ জনের প্রাণহানি হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে হঠাৎ বন্যা ও ভূমিধসের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নেপালের কর্মকর্তারা। রাজধানী কাঠমান্ডুর ২০০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে মিয়াগদি জেলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আর নিখোঁজ রয়েছে আরও ৩০ জনের বেশি। জেলার প্রশাসক জ্ঞান নাথ ধকল শুক্রবার বলেছেন, এসময় আরও বেশকিছু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ধকল বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও নিখোঁজ ব্যক্তিদের খোঁজা হচ্ছে। ইতোমধ্যেই ৫০ জনকে হেলিকপ্টারে করে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি। পার্শ্ববর্তী কাশকি জেলায় বন্যা ও ভূমিধসে সাতজনের মৃত্যু হয়েছে। পর্যটক শহর পোখরার একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এছাড়া জাজারকোট জেলায়ও সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপালের কর্মকর্তারা। পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা কিশোর শ্রেষ্ঠা বলেছেন, এখনও নিখোঁজ থাকা আটজন ব্যক্তিকে আমরা খুঁজছি। ডেকান হেরাল্ড, এএনআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।