মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। শনিবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ বন্যা এবং ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধারে ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল দেশটির প্রধানামন্ত্রী কেপি শর্মা অলি জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ তথ্য দেন।
দেশটির জেলা প্রশাসক জিয়ান নাথ ধাকাল জানিয়েছেন, শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে ২শ কিলোমিটার উত্তর-পশ্চিমের মায়াগদি জেলায় বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। এছাড়া সেখানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সেখানে নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এদিকে, কিজকি জেলায়তেও ৭ জনের মৃত্যু পাওয়া গেছে বলে পর্যটন শহর পোখারার এক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন। অপরদিকে, পশ্চিমাঞ্চলীয় জাজারকোট জেলায়তেও আরো মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, প্রতি বছরই জুন থেকে সেপ্টেম্বরে নেপালে বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।