মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে করোনা সংক্রমিত ব্যক্তির লাশ সৎকারে সবাই ভয় পাচ্ছেন অনেকেই। বিশেষ করে সনাতন ধর্মের অনুসারিরা তাদের স্বজনের মৃত্যুর পর লাশ রেখে চলে যাচ্ছেন। অন্যদিকে হাসপাতাল তাদের শেষকৃত্য করতে পারছে না কর্মীর অভাবে। হাসপাতাল থেকে সমাধিক্ষেত্রে লাশ বয়ে আনতে অ্যাম্বুলেন্স চালকরাও ভয়ে থাকেন। এমনও হয়েছে লাশ ১৮ ঘণ্টা পড়েছিল, কেউ নিতে আসেনি। এমনঅবস্থায় মুসলিমরা এগিয়ে এসেছেন।
মহামারী করোনাভাইরাসের কারণে বিপাকে পড়েছে ভারত। সবচেয়ে বেশি সংক্রমণের তালিকায় ভারত এখন বিশ্বে তিন নম্বরে। করোনায় অনেক মানুষ মারাও যাচ্ছে দেশটিতে। করোনা সংক্রমণের ভয়ে কিছু কিছু পরিবার স্বজনের শেষযাত্রায় থাকছেন না। এ পরিস্থিতিতে ২৫০ অমুসলিমের শেষকৃত্য সম্পন্ন করে প্রশংসিত হচ্ছেন মুম্বাইয়ের মুসলিমরা।
ভারতের মুম্বাইয়ের মেরিন লাইনে গত ৩ মাসে ২৫০ অমুসলিমের শেষকৃত্য সম্পন্ন করেছে বাদা কবরস্থানের মুসলিমরা। তবে এ জন্য পারিশ্রমিক হিসেবে তারা কোনো অর্থগ্রহণ করেনি। শেষকৃত্য ও রোগীদের সেবায় তারা ফ্রিতে অ্যাম্বুলেন্স সরবরাহ করেছে।
সূত্র: মুম্বাই মিরর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।