প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আসন্ন ঈদুল আযহার তিন নাটকে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত। নাটক তিনটির মধ্যে একটি একক এবং দুটি ধারাবাহিক। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে নাটক তিনটি পরিচালনা করেছেন আল হাজেন। ধারাবাহিক ‘শিয়াল বাড়ি’ নাটকে রাশেদ সীমান্তর বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ এবং ‘জামাই বাজার-২’ নাটকে তার বিপরীতে রয়েছেন নাদিয়া আহমেদ। একক নাটক ‘ছোট ভাই’তে তার সহশিল্পী হলেন, তানিয়া বৃষ্টি, শহীদুজ্জামান সেলিম ও জয়রাজ। তিনটি নাটকই প্রচার হবে বৈশাখী টেলিভিশনে। রাশেদ সীমান্তর নাটকের ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও সাবলীল অভিনয় গুণে তিনি দর্শক মন জয় করেছেন। গত ঈদুল আযহায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মধ্য রাতের সেবা’ নাটকের মাধ্যমে সর্বপ্রথম সোস্যাল মিডিয়ায় ভারইরাল হন রাশেদ সীমান্ত। এর আগে দুয়েকটি নাটক প্রচারিত হলেও এ নাটকটি প্রচারের পরপরই আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। এ নিয়ে মিডিয়া প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। রাশেদ সীমান্ত বলেন, আমি কাজ করি বেছে বেছে। গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়ার জন্য অসংখ্য নাটকে কাজ করার পক্ষপাতী আমি নই। ব্যতিক্রমী গল্প না হলে সাধারণত কাজ করিনা। এবারের ঈদের নাটক তিনটি একেবারেই ব্যতিক্রমী গল্পের। নাটকগুলোতে অভিনয় করে সত্যিই ভালো লেগেছে। দর্শকদেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।