পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে নিহত হলেন বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি। তাঁর নিরাপত্তার দায়িত্বে ১০ পুলিশ ছাড়াও ছিলেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। তবে কাউকেই পাওয়া গেল না বিপদের সময়। বারির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনাস্থল থেকে থানার দূরত্ব ১০ মিটার। ফলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ওয়াসিম বারি নিহত হওয়ার পর প্রশ্ন উঠেছে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও অন্যান্য কর্মীদের দায়িত্বজ্ঞান প্রসঙ্গে। আর এ কারণে গ্রেফতার করা হয়েছে ১০ পুলিশ সদস্যকে। জঙ্গীরা যখন হামলা করে, সে সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কারো পাত্তা পাওয়া গেল না। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি। এ ঘটনার অনুসন্ধানে ১০ জন পুলিশকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন, জঈশ, লস্কর ও হিজবুলের মাস্টারমাইন্ডরা রয়েছে এই খুনের পিছনে। বারিকে খুন করা জঙ্গিদের শনাক্ত করা হয়েছে বলেও দাবি করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ জঙ্গিদের গুলিতে নিহত হন বারি। তিনি সেই সময় বাড়ির নিচে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই জঙ্গিরা বাইকে চেপে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে। ওয়াসিম বারির বাবা বসির আহমেদ ও ভাই উমর বসিরকেও খুন করেছে জঙ্গিরা। জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।