Inqilab Logo

শনিবার ,১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪২৯, ২০ যিলক্বদ ১৪৪৪ হিজরী

শিবচরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ৭:৩৯ পিএম

জেলার শিবচরে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুইটি মাদক মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলার আলেপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শিবচর থানা সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের কহিনুর মাদবর (৪২) দীর্ঘদিন মাদকব্যবসা করে আসছেন।তার বিরুদ্ধে শিবচর থানায় মাদক আইনে একাধিক মামলা আছে। মাদারীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলায় তাকে ২ বছর ও আরেকটি মামলায় ১ বছরের কারাদণ্ড দিয়েছেন। কিন্তু কহিনুর পলাতক ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধায় আলেপুর গ্রামে কহিনুরের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, গ্রেফতার কহিনুর একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে তাকে মাদারীপুর জেল হাজতে পাঠানো হয়েছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ