বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে দুটি শাড়ী কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার হাটুভাঙা বাজারের আবরনী বস্ত্র বিতান ও সামিউল ফ্যাশনে এই চুরির ঘটনা ঘটে।
চোরের দল দোকানের কলাপসেবল গেইটের তালা ভেঙে দুই দোকানের প্রায় দশ লাখ টাকার মালামাল লুটে নেয়।
আবরনী বস্ত্র বিতানের মালিক আবদুল হাকিম ও সামিউল ফ্যাশনের মালিক বাহাদুর সিকদার জানান, বুধবার প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে সন্ধা সাড়ে সাতটার দিকে নিজ নিজ প্রতিষ্ঠানে তালা দিয়ে বাড়ি যান। বৃহস্পতিবার সকালে দোকান খোলতে এসে তারা উভয় দোকানের কলাপসেবল গেইটের তালা ভাঙা দেখতে পান। দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন চোরের দল প্রিন্ট, তাঁতের শাড়ী, লুঙ্গি, থ্রী পিচসহ আবরনী বস্ত্র বিতান থেকে সাড়ে ৪ লাখ ও সামিউল ফ্যাশনের ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।