মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কাটসিনা প্রদেশে বন্দুকধারীদের হামলায় ১৫ জন কৃষক নিহত হয়েছে। সোমবার রাজধানী ক্রিস্টিনা থেকে ২৫ কিলোমিটার দূরে ইয়ারগামাজি গ্রামে এ ঘটনাটি ঘটে।
প্রদেশটির স্থানীয় পুলিশের মুখপাত্র গামবো ইসহা বলেন, প্রায় ২০০ বন্দুকধারী মোটর সাইকেলে করে এসে গ্রামের কৃষকদের ঘেরাও করে গুলি চালায় ও তাদের গবাদি পশু লুণ্ঠন করে নিয়ে যায়। এ সময় বন্দুকধারী দস্যুদের হামলায় নিহত ১৫ জনের মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় অধিবাসীরা বলেছেন, স্থানীয় সময় সকাল ১১ টায় হামলাকারীরা এখানে পৌঁছে গ্রামের বাইরে কৃষকদের মাঠে দাঁড় করে গুলি চালিয়ে হত্যা করে। গত মাসে ডাকাতরা একইভাবে ৫৭ জনকে হত্যা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।