নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনা দুর্যোগ মাথায় নিয়ে ইতালিয়ান সিরি আ’ ফের মাঠে গড়ানোর পর থেকে অপ্রতিরোধ্যই ছিল জুভেন্টাস। কিন্তু এক ঝটকায় উড়তে থাকা জুভেন্টাসকে মাটিতে নামালো এসি মিলান। মিলানের পাঁচ মিনিটের ঝড়েই লন্ডভন্ড হয়ে গেল জুভেন্টাস! মঙ্গলবার রাতে এসি মিলান দুই গোলে পিছিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে বিধ্বস্ত করেছে জুভেন্টাসকে। এই হারে লিগ পুনরায় চালুর পর প্রথম পয়েন্ট হারালো ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্য অমিমাংসিতভাবে শেষ হলে দ্বিতীয়ার্ধে হয় ছয় গোল। ম্যাচে জুভেন্টাস বড় ব্যবধানে হারলেও জয়ের সম্ভাবনা ছিল তাদেরই। প্রথমার্ধে গোল পেতে মরিয়া হয়ে লড়লেও বারবার ব্যর্থ হয় পয়েন্ট টেবিলের শীর্ষ দল জুভেন্টাস। মিলানের রক্ষণদূর্গ যেন প্রাচীর হয়ে দেখা দেয় রোনালদোদের সামনে। যদিও বিরতির পর চিরচেনা রূপে দেখা যায় তাদের। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাতœক ফুটবল উপহার দিয়ে জুভেন্টাস পর পর দুই গোল আদায় করে নিলে মনে হচ্ছিল আরেকটি অসাধারণ জয় পেতে যাচ্ছে তারা। বিরতির পর দুই মিনিটের মাথায় প্রথম গোল পায় জুভেন্টাস। ৪৭ মিনিটে আদ্রিয়াঁ রাবিও প্রথম গোল করেন (১-০)। আর ৫৩ মিনিটে নিজের ২৬তম লিগ গোল আদায় করে নেন ক্রিস্টিয়ানো রোনালদো (২-০)। তবে দুই গোলে পিছিয়ে থাকার পর অসহায় আতœসমর্পণ না করে ঘুরে দাঁড়ায় এসি মিলান। একের পর এক আক্রমণে তারা দিশেহারা করে ফেলে জুভেন্টাসের রক্ষণভাগকে। আক্রমণের সুফল পায় মিলান ম্যাচের ৬২ মিনিটে। এসময় লিওনার্দো বনুচ্চির হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে মিলানের হয়ে প্রথম গোলটি করেন ইব্রোহিমোভিচ (১-২)। এরপরই পাল্টে যায় দৃশ্যপট। পাঁচ মিনিটের মধ্যে আরো দুই গোল করে এগিয়ে যায় এসি মিলান। ৬৬ মিনিটে ফ্র্যাঙ্ক কেসি গোল করে ম্যাচে সমতা আনেন (২-২)। আর ৬৭ মিনিটে রাফায়েল লিয়াও গোল করলে জয়ের সুবাতাস পায় মিলান (৩-২)। পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি জুভেন্টাস। উল্টো তারা আরো এক গোল হজম করে। ম্যাচের ৮০ মিনিটে জুভেন্টাসের কফিনে শেষ পেরেক ঠুকেন আন্তে রেবিক (৪-২)। উল্লাসে ফেটে পড়ে মিলান শিবির। আর এমন হারে হতাশা নেমে আসে জুভেন্টাস দূর্গে। ম্যাচের হারলেও
সাত পয়েন্টের ব্যবধানে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। ৩১ ম্যাচে ২৪ জয়, তিন ড্র ও চার হারে তাদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। এখনো সাত ম্যাচ বাকি। এদিন দ্বিতীয়স্থানে থাকা লাৎসিও ২-১ গোলে হেরেছে লেচ্চের কাছে। ৩১ ম্যাচে লাৎসিও ২১ জয় এবং পাঁচটি করে ড্র ও হারে ৬৮ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে এসি মিলান সমান ম্যাচে ১৪ জয়, সাত ড্র ও ১০ হারে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে। তবে সেরা চার থেকে তারা এখনো ১৪ পয়েন্ট দূরে!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।