Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ ৭ উপগ্রহবাহী রকেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ১২:০১ এএম

নিউজিল্যান্ডের একটি লঞ্চ প্যাড থেকে সাতটি উপগ্রহবাহী একটি বাণিজ্যিক রকেট উৎক্ষেপণের পর হারিয়ে গেছে। রবিবার রকেট ল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পিটার বেক এক টুইট বার্তায় এ তথ্য জানান। খবর এএফপি’র। জানা যায়, নিউজিল্যান্ডের স্থানীয় সময় শনিবার বিকাল ৫টা ১৯ মিনিটে রকেটটির উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়। তবে এর যাত্রা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে যান্ত্রিক গোলোযোগ দেখা দেয়। ফলে কাক্সিক্ষত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয় এটি। ঘটনার পর এক টুইট বার্তায় পিটার বেক লেখেন, আমরা মিশনে দেরি করার কারণে ফ্লাইটটি হারিয়েছি। আমি অত্যন্ত দুঃখিত যে আমরা আজ আমাদের গ্রাহকদের উপগ্রহ সরবরাহ করতে ব্যর্থ হয়েছি। আশ্বাস দিচ্ছি যে আমরা সমস্যাটি খুঁজে পাবো, এটি সংশোধন করবো এবং শিগগিরই প্যাডে ফিরিয়ে আনবো। রকেট ল্যাব যুক্তরাষ্ট্রের মালিকানাধীন পুরোপুরি নিউজিল্যান্ডের বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত। সহায়ক সংস্থাটির সদর দফতর নিউজিল্যান্ডে অবস্থিত। এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে ছোট ছোট উপগ্রহ উৎক্ষেপণে নিয়োজিত থাকা তালিকাভুক্ত একটি সংস্থা। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রকেট

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ