Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ১:১২ পিএম

ক্রমেই বাড়ছে জাপানে বন্যায় ধ্বংসযজ্ঞ। গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যা এবং ভূমিধ্বসের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। অনেকে নিখোঁজ ও আহত হয়েছেন। দক্ষিণ জাপানের কুমামোতোতে ভয়াবহ বন্যায় এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল-জাজিরার।
শনিবার (৪ জুলাই) দেশটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। অন্তত ১১টি জায়গায় নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। হিতোয়োশি ও আশিকিতাতে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এরই মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।
এরই মধ্যে লাখো বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বহু লোক জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ বলছে, বন্যায় ডুবে যাওয়া একটি বৃদ্ধ নিবাস থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ