Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ড গতিতে কর্মসংস্থান সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২০, ১২:০১ এএম

করোনা পরিস্থিতিতে সারা বিশ্বেই যখন চাকরি হারাচ্ছেন হাজার মানুষ, তারই মধ্যে রেকর্ড গতিতে কর্মসংস্থান সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। জুন মাসেই ৪৮ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে দেশটি। বিশ্বের অন্য দেশগুলোর মতো হঠাৎ করোনার থাবায় থমকে যাওয়া জনজীবন আবারও সচল করার চেষ্টায় যুক্তরাষ্ট্রও। বিকল হয়ে যাওয়া অর্থনীতির চাকা আবারও সচল করতে এই মন্দার সময়ও প্রায় ৪৮ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে দেশটি। মার্কিন শ্রম দফতর বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, কর্মী নিতে শুরু করেছে মার্কিন কারখানা ও রেস্তোরাঁয়। রেকর্ড সংখ্যক মানুষের আয়ের ব্যবস্থা হওয়ায় নিজ সরকারের ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বেশ কয়েকজন মার্কিন ক্ষুদ্র ব্যবসায়ীকে সম্মানিতও করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদেরক্ষুদ্র কোম্পানিগুলো আমেরিকার জন্য চমৎকার কাজ করে যাচ্ছে। কোম্পানিগুলোর পণ্যসমুহ সারাবিশ্বে চাহিদা পূরণ করে যাচ্ছে। আমেরিকার জন্য এটি গর্বের বিষয়। এরই মধ্যে, যুক্তরাষ্ট্রে অর্ধলাখের বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন করোনায়। মৃতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এ অবস্থায় ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার মেয়রসহ বিভিন্ন অঙ্গরাজ্যের সরকার। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ