Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১০:৫৯ এএম

আজ এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী। চ্যানেলটি ১৮ বছরে পদার্পণ করেছে। ২০০৩ সালের এই দিনে ‘আগামীর পথে’ শ্লোগান নিয়ে চ্যানেলটির যাত্রা শুরু হয়। বাংলাদেশের ভাষা, শিল্প-সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে আরও বিকশিত করার লক্ষ্যে চ্যানেলটি কার্যক্রম শুরু করে। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আলহাজ্জ মোহাম্মদ মোসাদ্দেক আলী। সংবাদ ও অনুষ্ঠান স¤প্রচারের ভিন্নতার কারণে কয়েক মাসের মধ্যেই চ্যানেলটি দর্শক আকর্ষণ করতে সক্ষম হয়। একদল সৃজনশীল, দক্ষ ও মেধাবী মানুষের নেতৃত্বে রুচিশীল, অত্যাধুনিক কারিগরি ব্যবস্থাপনায় নতুন নির্মাণশৈলীর উপস্থাপনের মধ্যদিয়ে দর্শক নন্দিত হয়ে ওঠে। বর্তমানে দেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে বাংলা ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে পৌঁছে দিতে আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, এবং মধ্যপ্রাচ্যে নিজস্ব ব্যবস্থাপনায় চলছে এনটিভি’র কার্যক্রম। চ্যানেলটির উদ্বোধনের দিন থেকেই যুক্ত হয় খবর। রাজনীতি, অর্থনীতি, কৃষি, অপরাধ, খেলাধুলা, সামাজিক ইস্যু, মানবিক বিষয়, সংস্কৃতি ও বিনোদন সকল ক্ষেত্রেই এনটিভির সংবাদকর্মীরা নিরলস কাজ করে যাচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তি, অভিনবত্ব, বস্তুনিষ্ঠতা এবং ঝকঝকে ও নিপূণ উপস্থাপনায় এনটিভি অগ্রসর চ্যানেলে পরিণত হয়। অগনিত দর্শকের পছন্দের তালিকার শীর্ষে চলে আসে এনটিভি’র খবর। অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এনটিভির সাংবাদিকরা জিতে নিয়েছেন অসংখ্য পুরস্কার। দেশের মত এনটিভি’র সাথে যুক্ত হয়েছেন প্রবাসী দর্শকরাও। প্রবাসেও গড়ে উঠেছে এনটিভি দর্শক ফোরাম। শুধু খবর নয়, এনটিভির বার্তা বিভাগের অসংখ্য অনুষ্ঠান দর্শকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। সমসাময়িক প্রসঙ্গের টক শো, অপরাধ বিষয়ক অনুষ্ঠান, বিদেশী বিশিষ্ট ব্যক্তি ও অতিথিদের মুখোমুখি, ক্রীড়া, গ্ল্যামার ও প্রযুক্তি জগত, আন্তর্জাতিক অঙ্গনের খবর, মায়েদের কথা, উপেক্ষিত প্রবীণদের দুঃখের দিনলিপি, শিল্প, ব্যবসায় ও বানিজ্যিক উদ্যোক্তাদের উঠে আসার কাহিনী এবং আলোকিত মানুষের কথা নিয়ে যাত্রালগ্ন থেকে অসংখ্য অনুষ্ঠান এনটিভি’র পর্দায় তুলে ধরা হয়। দেশে রিয়েলিটি শো’র ক্ষেত্রেও এনটিভি-ই পথপ্রদর্শক। সঙ্গীতের তরুণ প্রতিভা অন্বেষণ কার্যক্রমে এনটিভি থেকে সর্বপ্রথম দেশের বৃহত্তম রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ নির্মাণ ও প্রচার করে। বাংলাদেশে প্রথম রিয়েলিটি শোর ক্ষেত্রে এটা ছিল মাইল ফলক এবং এখন পর্যন্ত এটা সর্ববৃহৎ শো হিসেবেই স্বীকৃত। এছাড়া কিশোর-কিশোরী প্রতিভা অন্বেষণ রিয়েলিটি শো, চলচ্চিত্রে নতুন নায়ক-নায়িকা অন্বেষণ কার্যক্রম কমেডি শো, রান্না বিষয়ক রিয়েলিটি শো এবং ইসলামিক অনুষ্ঠান বিষয়ক রিয়েলিটি শোর মত দর্শকপ্রিয় রিয়েলিটি শো প্রচার করে এনটিভি স্যাটেলাইট টেলিভিশনের নতুন যুগের সূচনা করে। নাটক, সঙ্গীত, শিল্প-সংস্কৃতি, শিশু-কিশোর উপযোগি, শিক্ষা ও ইসলামিক অনুষ্ঠানসহ সব ধরণের অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে এনটিভি সর্বদা রুচিশীলতার পরিচয় দিয়ে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনটিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ