প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এনটিভিতে এনটিভিতে বিকেল ৫.৪০ মিনিটে প্রচার হবে বিশেষ সেলিব্রেটি শো ‘ভালোবাসা কারে কয়’। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মারিয়া নূর। তারকা জুটির অংশগ্রহণে ভালোবাসা দিবসের বিশেষ এই অনুষ্ঠানে তারকারা তাদের দাম্পত্য জীবনের গল্প বলে শোনাবেন দর্শককে। আড্ডার পাশাপাশি থাকবে তাদের বিভিন্ন পাফর্মেন্স। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নব তারকা দম্পতি এফ এস নাঈম-নাদিয়া এবং শম্পা-সাগর। রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গল্পের রঙ নীল’। জাকরিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- নূসরাত ইমরোজ তিশা, ইমন, তাসনুভা তিশা, মাহমুদ সাজ্জাদ, কাজী উজ্জল, আনন্দ খালেদ প্রমুখ। রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘নিজেকে দেখুন’। আলী ফিদা একরাম তোজো’র রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, উর্মিলা শ্রাবন্তী কর, স্পর্শিয়া, কায়েস চৌধুরী, খন্দকার লেলিন, পূর্ণতা প্রমুখ। ‘বিয়ের পর আরফান ও শায়লা দম্পতির স্বপ্ন ছিল অস্ট্রেলিয়া বা জাপানের মতো কোন দেশে স্যাটেল হওয়ার। কিন্তু তা আর হয়নি। অগ্যতা তারা স্যাটেল হয় মৌলভীবাজার জেলার কুলাউড়া নামক স্থানে। সেখানে একটি সুন্দর গোছানো বাংলোতে সুখেই কাটছিল তাদের সংসার। হঠাৎ একদিন শায়লা উধাও। ফোন বন্ধ, কোন হদিস নেই। ঠিক তিনদিন পর শায়লা ফিরে আসে। কিছুদিন পর আবার উধাও। আবার ফিরে আসে। চমৎকার অপহরণ কাহিনী হতে পারতো এটি। কিন্তু এ এক অবর্ণনীয়, শুধুই উপলব্ধিযোগ্য ভালোবাসার গল্প।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।