Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনটিভি নির্মিত প্রথম ধারাবাহিক পাগলা হাওয়ার দিন

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এনটিভি’র নিজস্ব প্রযোজনায় নির্মিত প্রথমবারের মতো শুরু হয়েছ নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘পাগলা হাওয়ার দিন’। নাটকটি প্রতি বুধবার ও বৃহস্পতিবার রাত ৯.৪০ মিনিটে প্রচার হচ্ছে। শুভাশিস সিনহা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন এনটিভি’র প্রযোজক হুমায়ূন ফরিদ। অভিনয় করেছেন আবুল হায়াত, কুমকুম হাসান, কে এস ফিরোজ, সাবেরী আলম, শহীদুজ্জামান সেলিম, নাদিয়া, শতাব্দী ওয়াুদুদ, ফারহানা মিলি, শর্মীমালা, জিয়াউল হাসান কিসলু, শিল্পী সরকার অপু, এ টি এম রাসেল, ইমরান, ঐশী, দোলন দে, ডায়না প্রমুখ। ‘দুই ছেলে শুভ, অপু আর এক মেয়ে শমীকে নিয়ে বিপতœীক রইসউদ্দিনের মধ্যবিত্ত সংসার। ছোট ছেলে অপু হুট করে শিউলী নামের একটি মেয়েকে বিয়ে করে বাসায় এনে তোলে। বাবার ভয়ে তাকে বাসায় রেখেই ঘর ছাড়া হয়ে যায় অপু। এই ঘটনাকে কেন্দ্র করে বাসায় দেখা যায় চরম সংকট। এ সংকট থেকে বের করার নাম করে বাসায় আসে রইসউদ্দিনের শালী রাজিয়া। কিন্তু রাজিয়াকে শমী সহ্য করতে পারে না। সে মনে করে তাদের মায়ের মৃত্যুর জন্য রাজিয়া খালা দায়ী। রাজিয়া নানা কূটজাল বিস্তার করতে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনটিভি নির্মিত প্রথম ধারাবাহিক পাগলা হাওয়ার দিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ