Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনটিভিতে আবার শুরু হচ্ছে হা-শো

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : তিন বছরের ধারাবাহিক সাফল্যের পর আবারও এনটিভিতে শুরু হতে যাচ্ছে জোকস পারফরমেন্সভিত্তিক প্রথম রিয়্যালিটি শো ‘হা-শো’। মার্সেল প্রেজেন্টস হা-শো সিজন ৪, পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াক, কো-স্পন্সর মমতাজ হারবাল। এই অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ থেকে বেরিয়ে আসা জোকস পারফর্মাররা দেশে-বিদেশে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের ৫টি প্রধান বিভাগীয় শহরে অডিশন শুরু হবে। এজন্য প্রার্থীদের এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া যথাসময়ে এনটিভিতে প্রচার হবে। হাসান ইউসুফ খানের (০১৯১১-৩৩৫৬১৮) প্রযোজনায় এবারও এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছেন সাজু খাদেম। এবার এই অনুষ্ঠানের বিচারক হিসেবে থাকবেন জুয়েল আইচ, মাজহারুল ইসলাম ও চিত্রনায়িকা নিপুণ। এ উপলক্ষে গত ২৬ এপ্রিল সকালে এনটিভি কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মার্সেল এর নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবির এবং এনটিভি’র বিক্রয় ও বিপণন প্রধান রঞ্জন কুমার দত্ত। এছাড়াও এই অনুষ্ঠানে মার্সেল, ডাবর, মমতাজ হারবাল ও এনটিভি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মো. হুমায়ূন কবির বলেন, ‘আমরা সব সময় দেশ ও মানুষের কথা বলি। আর এ ধরনের ব্যতিক্রম একটি অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমরাও আনন্দিত।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনটিভিতে আবার শুরু হচ্ছে হা-শো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ