Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ বছর নিষিদ্ধ ফিফার সাবেক কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ৬:৫১ পিএম

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এবং মহাসচিব জেরোম ভালকের পর এবার ফিফার সাবেক অর্থ পরিচালক ও ভারপ্রাপ্ত মহাসচিব মার্কাস ক্যাটনারকেও দেয়া হলো বড় শাস্তি। স্বার্থ সংঘাত এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফিফা ক্যাটনারকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে। মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ তথ্য জানায় ফিফা। তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় সব ধরনের ফুটবল সংক্রান্ত কর্মকান্ড থেকে নিষিদ্ধ হয়েছেন ক্যাটনার। একই অপরাধে ২০১৬ সালে সেপ বø্যাটার ৬ বছর এবং জেরোম ভাল ১২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। শুধু নিষেধাজ্ঞাই নয়, পাশাপাশি ক্যাটনারকে ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি টাকা। ৪৯ বছর বয়সী ক্যাটনার ২০০৩ সালে প্রথমবারের মতো ফিফায় যোগদান করেন। তিনি অর্থ পরিচালক থাকা অবস্থায় বিপুল পরিমাণ অর্থের হেরফের দেখা দেয়ায় ২০১৬ সালেই তাকে চাকরিচ্যুত করা হয়। তখন থেকে চলমান তদন্তের জের ধরেই চার বছর পর শাস্তি দেয়া হলো ক্যাটনারকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ