মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় সেনাবাহিনী স্পেশাল ফোর্সের জন্য ফরেন মিলিটারি সেলস প্রক্রিয়ায় মার্কিন কোম্পানি এফএন হার্সটল থেকে ক্ষুদ্র অস্ত্র কেনার প্রস্তুতি নিয়েছে। সেনাবাহিনী তার নিজস্ব ক্ষমতাবলে ৭.৬২ গুলির এফএন স্কার অ্যাসল্ট রাইফেল কিনছে বলে সূত্র নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে সাউথ এশিয়ান মনিটর।
৭২ হাজার ৪০০টি অ্যাসল্ট রাইফেল কিনতে দেশটির খরচ পড়বে ৭০০ কোটি টাকা। দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই অত্যাধুনিক রাইফেল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ও একাধিক ইউরোপিয়ান দেশ ব্যবহার করে। সম্প্রতি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাইফেল কেনার বিষয়ে চুক্তি করেছে। প্রায় ৭২ হাজার ৪০০টি অ্যাসল্ট রাইফেল খুব শীঘ্রই ভারতকে বিক্রি করবে আমেরিকা।
ভারতের সশস্ত্র বাহিনী বর্তমানে ৫.৫৬ী৪৫ এমএম ইনসাস রাইফেল ব্যবহার করে। এই রাইফেল পুরনো হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল কিনতে হচ্ছে ভারতকে। এই রাইফেলটি প্রচণ্ড শক্তিশালী ও যুদ্ধক্ষেত্রে সহজেই রক্ষণাবেক্ষণ করা যায়। চলতি মাসের প্রথম দিকেই আমেরিকার সঙ্গে রাইফেল কেনার চুক্তি সেরে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র। এই রাইফেলের বেশির ভাগটাই দেওয়া হবে ৩ হাজার ৬০০ কিমি বিস্তৃত চীন সীমান্তে মোতায়েন ভারতীয় সেনাকে।
খবরে বলা হয়, স্কার ৭.৬২ রাইফেল উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের ঘন জঙ্গলে এসএফের ফায়ারপাওয়ার বাড়াবে। এগুলো ১বি এলএমজি’র স্থলাভিষিক্ত হবে। এই ক্ষুদ্র অস্ত্রগুলো স্পেশাল ফোর্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। কারণ এর ফলে তারা ব্যাপক ফায়ারপাওয়ার লাভ করবে। ২০০৫ সাল থেকেই স্পেশাল ফোর্সের আধুনিকায়ন ঝুলে আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।