প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্বাস্থ্যবিধি মানার শর্তে ইতিমধ্যে সিনেমার শুটিং শুরু হলেও সিনেমা হল খুলেনি। তবে প্রযোজক সমিতির নেতৃবৃন্দ প্রদর্শক সমিতিকে সিনেমা হল খুলে দেয়ার অনুরোধ করেছে। সমিতির নেতৃবৃন্দ হল খোলার ব্যাপারে সরকারের ইচ্ছাকে প্রাধান্য দেয়ায় প্রযোজক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত প্রশাসক বরাবর হল খুলে দিতে চিঠি দিয়েছে। প্রশাসক ইতিবাচক সাড়া না দিলেও প্রযোজক ও পরিচালক সমিতির অনুরোধে প্রদর্শক সমিতি হল খুলে দেয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে। গত ২৯ জুন প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাসের নেতৃত্বে একটি দল তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এবং ঈদুল আযহার আগেই হল খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লিখিত অনুরোধ করেছেন। এ ব্যাপারে সুদীপ্ত কুমার বলেন, আমরা মনে করছি, মন্ত্রী মহোদয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আগ্রহের সঙ্গে আমাদের কথা শুনেছেন এবং লিখিত আকারে প্রধানমন্ত্রী বরাবরও চিঠি দিতে বলেছেন। আমরা সেটাও করেছি। পরিবহন বা অন্যান্য স্থানের মতো স্বাস্থ্যবিধি মানার শর্তে হল খোলার ব্যাপারে অনুরোধ করেছি। দ্রুত ৮০টি হল সংস্কারে প্রয়োজনীয় অর্থ ছাড় একই সঙ্গে স্বল্পসুদে অন্তত ৮০টি সিনেপ্লেক্স করার ব্যাপারে পদক্ষেপ নিতে এবং প্রধানমন্ত্রীর ঘোষিত সিনেমা হলগুলোর বৈদ্যুতিক বিল বাণিজ্যিক আকারে নেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করার অনুরোধ করেছি। মন্ত্রী মহোদয় আমাদের দাবিগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং তাৎক্ষণিক এ নিয়ে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গেও কথা বলে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমরা কিভাবে আসন বন্টন করবো সেটারও একটা ছক মন্ত্রী মহোদয়কে অনুরোধপত্রে দিয়েছি। পাশাপাশি মারাত্মক ক্ষতির মুখে থাকা সিনেমা হলের মালিক-কর্মচারীদের বাঁচাতে টিকিটের হার কিছুটা বাড়ানোর প্রস্তাবও তাকে দেয়া হয়েছে। তথ্যমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনার হয়েছে দাবি করে সুদীপ্ত আরও জানান, সিনেমা অঙ্গনকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলতে হবে। আর এ কারণে শিগগিরই আমরা প্রযোজক-পরিচালক সমিতিকে নিয়ে বসবো। এ ব্যাপারে প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, প্রদর্শক সমিতিকে ধন্যবাদ তারা হল খোলার জন্য উদ্যোগী হয়েছেন। আমরাও প্রদর্শক সমিতির সঙ্গে বসে কিছু এজেন্ডা ঠিক করে তথ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করবো। পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, এটা খুবই উৎসাহব্যাঞ্জক সংবাদ। চলচ্চিত্রে প্রাণ ফেরাতে মন্ত্রীমহোদয়ের কাছে আমাদেরও অনুরোধ থাকবে প্রদর্শক সমিতির যে দাবী, সেগুলো দ্রæত বাস্তবায়ন করা হোক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।