মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ কেবিনেট সেক্রেটারি ও সিভিল সার্ভিসের প্রধান মার্ক সেডউইল। রোববার রাতে প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পাঠানো চিঠিতে পদত্যাগের কথা জানান তিনি। আগামী সেপ্টেম্বর মাসে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন সেডউইল। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন জনসন। সেডউইলের স্থলাভিষিক্ত হিসেবে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন ব্রেক্সিট বিষয়ক উপদেষ্টা ডেভিড ফ্রস্টকে। গত শনিবার জনসন মন্ত্রিসভায় কিছু বদল আনার ঘোষণা দিয়েছিলেন। তার পরদিনই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেডউইল। জনসনের মেয়াদের আগে থেকেই নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন সেডউইল। সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে ২০১৭ সালে তাকে এই পদে বসান এবং পরের বছর তার কর্মপরিধি বাড়িয়ে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। পদত্যাগের কারণ সম্পর্কে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি করোনা মোকাবিলার উপায় নিয়ে জনসনের সঙ্গে মতবিরোধ চলছিল উপদেষ্টাদের। তাতেই দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সেডউইল। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।