মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাখাইন এবং চিন রাজ্যে মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানের ছাড়পত্রের প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটিতে নিযুক্ত অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলো। শনিবার ওই চার দেশের মিশন থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা এ ধরনের অভিযানগুলোর ঐতিহাসিক প্রভাব সম্পর্কে অবগত, যা সামঞ্জস্যহীনভাবে বেসামরিক মানুষের জীবনকে প্রভাবিত করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ওইসব অঞ্চলে প্রবেশের অনুমতি দেয়া উচিত এবং বেসামরিকদের জীবন ও তাদের সম্পত্তির সুরক্ষার বিষয়ে সব পক্ষকেই গুরুত্ব দিতে হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, বেসামরিক মানুষের সম্পত্তি পোড়ানো, গোলাগুলি এবং গ্রামবাসীদের গ্রেফতার করার বিষয়ে আমরা অবগত। আমরা অনতিবিলম্বে সকল সশস্ত্র গোষ্ঠীকে স্থানীয় সম্প্রদায়ের প্রতি সংযম প্রদর্শনের আহবান জানাই। ইউএনবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।