মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শুক্রবার নিরাপত্তা বাহিনী ও স্বাধীনতাকামী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ছয় বছরের এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। বিজবেহারা শহরের কাছে সন্দেহজনক বিদ্রোহী ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সময় একটি গাড়ি সংঘর্ষস্থলে এসে পড়ে। শিশুটি ওই গাড়িতে ছিল। পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে গাড়িতে অবস্থানরত শিশুটি আহত হয়। আহত হন এক সেনাসদস্যও। পরে তারা দুজনই হাসপাতালে মারা যায়। এদিকে শ্রীনগরের কাছে ছেওয়ায় পৃথক এক সংঘর্ষে তিন স্বাধীনতাকামী নিহত হয়েছে। প্রায় ২০ ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রায় নিয়মিত সশস্ত্র সংঘর্ষ হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোয় এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অঞ্চলটিতে নয়াদিল্লি অভ্যুত্থানবিরোধী তৎপরতা বৃদ্ধি করেছে। ফলে বাড়ছে স্বাধীনতাকামীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের ঘটনা। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।