Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প বললেন, শিকাগোসহ কৃষ্ণাঙ্গ অধ্যুষিত শহরগুলোর পরিস্থিতি নরকের মতই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ৯:৩০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের সমস্যা সৃষ্টিকারী, নৈরাজ্যবাদী ও ধ্বংসকারী বলেও আখ্যায়িত করেন। তার মতে, শিকাগো, ডেট্রয়েট, অকল্যান্ড ও বাল্টিমোরের মতো কৃষ্ণাঙ্গ অধ্যুষিত শহরগুলোতে বাস করার সঙ্গে নরকের কোনও পার্থক্য নেই। -ফক্স, ডেইলি মেইল, দ্য সান

ট্রাম্প বলেন, এটা কোনও বর্ণবাদী বিবৃতি নয়। কালো মানুষেরা প্রায়শই আমাকে এসে ধন্যবাদ দেয়। তাদের সহায়তা দরকার, যা আমি করি। ডেমোক্রেট অধ্যুষিত এই শহরগুলোতে যারা আন্দোলন করছে, তারা আমাদের দেশকে ভালোবাসে না। সব ধ্বংস করে দেয়াকে ডেমোক্রেটরা অসাধারণ কিছু ভাবে।

সিয়াটলের গ্রিন বে টাউনহলে এই সাক্ষাৎকার দেন ট্রাম্প। ট্রাম্প আরও বলেন , শিকাগো একটা ভালো উদাহরণ হতে পারে। এর পরিস্থিতি আফগানিস্তান থেকেও খারাপ। শহরটায় আসলে কোনও ধরণের আইনশৃঙ্খলাই নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ