Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সির্তে, জুফ্রা থেকে সেনা প্রত্যাহার করতে হবে হাফতারকে : তুরস্ক

ফিলিস্তিনকে ৫ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা আঙ্কারার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ১২:০১ এএম

উপকূলীয় শহর সির্তে ও জুফরা অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে বিদ্রোহী নেতা খলিফা হাফতারকে। যুদ্ধবিরতি আলোচনার পূর্ব শর্ত হিসাবে এই দাবি করেছে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনএ সরকার। বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তুরস্ক। মিশর, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের সমর্থনে গত ১৪ মাস ধরে লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখলের জন্য হামলা চালিয়ে যাচ্ছিল বিদ্রোহী নেতা খলিফা হফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ)। পরে তুরস্কের সামরিক সহায়তায় জাতিসংঘ সমর্থিত সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) পাল্টা আক্রমণ শুরু করলে পরিস্থিতি পাল্টে যায়। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন সিএনএন তুর্ককে বলেছেন যে, তুরস্ক লিবিয়ায় আরও সক্রিয় ভূমিকা নেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি জানালেও, তারা এই সংঘাতের ক্ষেত্রে ‘সিদ্ধান্তমূলক ভূমিকা’ নিতে নারাজ। সম্প্রতি মিশর সরকার দেশটির নাম না করে যে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে তাতে সমর্থন জানিয়েছে ফ্রান্স। তবে লিবিয়াও মিশরকে পাল্টা হুমকি দিয়ে বলেছে, কোনো প্রকার আগ্রাসনে গেলে তার পরিণতি হবে ইয়েমেন অভিযানের মতো। এক বিবৃতিতে ত্রিপোলি জানায়, ‘জুয়ার ফাঁদে পা না দিতে আমরা মিশরের সামরিক বাহিনীকে আহবান জানাচ্ছি। তা না হলে ইয়েমেনের মতো পরিণতি আবারো ভোগ করতে হবে তাদের।’ রয়টার্স এ খবর জানায়। অপরদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফিলিস্তিনকে পাঁচ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে তুরস্ক। শুক্রবার তুরস্কের সরকারি গেজেটে প্রকাশিত বার্তা অনুযায়ী, ফিলিস্তিনদের করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সাহায্যের কথা জানানো হয়েছে। ফিলিস্তিনকে মহামারীর মধ্যে আর্থিক অনুদানের বিষয়ে গত ১১ জুন তুরস্কের রাজধানী আঙ্কারায় তুরস্কে অবস্থানরত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ফেইদ মোস্তফার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে, দীর্ঘ সময় ধরে বিদ্যমান ঐতিতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে আরো জোরদার ও আরো উন্নত করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়। চুক্তিতে আরো উল্লেখ করা হয় যে এই অর্থ সহায়তা এক কিস্তিতেই দিয়ে দেয়া হবে। এদিকে বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘন্টায় আরো ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে ফিলিস্তিনে করোনা রোগীর সংখ্যা এক হাজার ৫৬৮ জনে পৌঁছালো। ফিলিস্তিনি কতৃপক্ষ ছয় জনের মৃত্যু নিশ্চিত করেছে এবং৬১৬ জন সেরে উঠেছে বলে জানায়। রয়টার্স, ইয়েনি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ