Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারকাদের নিয়ে অনলাইন বৈশাখী টেলিভিশনের আড্ডা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ১২:০৫ পিএম

বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আহসান কবিরের উপস্থাপনায় নিকোলাস হীরার প্রযোজনায় শুরু হয়েছে অনলাইন ‘বৈশাখী আড্ডা’। অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে বৈশাখী টিভি ফেসবুক অনলাইন ও ইউটিউব চ্যানেলে প্রতি শুক্র ও শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে। বৈশাখী টেলিভিশনের স্টুডিওতে ধারণকৃত সরাসরি এ অনুষ্ঠানে প্রতিপর্বে থাকছেন একজন কমেডিয়ান ও একজন সংগীত শিল্পী। গান আর ফান অনুষ্ঠানের মূল উপজীব্য। আজ অনলাইনে অংশ নেবেন সংগীতশিল্পী শবনম প্রিয়াঙ্কা ও মিরাক্কেলখ্যাত ইমদাদুল হক হৃদয়। আগামীকাল অংশ নেবেন অভিনেতা তারিক স্বপন ও সংগীতশিল্পী উপমা। এছাড়া বৈশাখী টিভিতে অংশগ্রহণকারী সব কণ্ঠশিল্পী ছাড়াও অতিথি তালিকায় ধারাবাহিকভাবে আরো আছেন সাজু খাদেম, আরফান, জামিল, রুমি, হায়দার আলী, মম মোরশেদ, আবু হেনা রনি, সাইফুল, শাওন, সজল প্রমুখ। অনুষ্ঠানটি নিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, করোনাকাল যেন স্থবিরতা ও হাতাশা গ্রাস করেছে। দর্শককে উজ্জীবিত করা এবং বিনোদন দেয়াই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আশা করি, বৈশাখী আড্ডা দর্শকদের ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ