বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর উপশহর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টার দিকে উপশহর বি ব্লকের ১৮নং রোডের ৩ নম্বর বাসা থেকে ইফজাল নামের কোরাআনে হাফিজ ওই যুবকের লাশ উদ্ধার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপশহরে একটি লাশ পড়ে আছে শুনে সেখানে গিয়ে লাশ উদ্ধার করেছেন পুলিশ সদস্যরা। মৃতের গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলায়।
স্থানীয়রা জানান, রাতে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে ছিলেন ওই কোরআনে হাফেজ। সকালে পরিবারের সদস্যরা ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাকে। একপর্যায়ে বাড়ির পিছনের দিকের একটি দরজা খোলা দেখতে পেয়ে সেখানে যান পরিবারের সদস্যরা। তারপর তার মরদেহ পড়ে। এসময় বাড়ির লোকজনের আহাজারি শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।