Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দু সেনারা চিন দূতাবাসের সাইনবোর্ডে কালি লেপে দিয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১২:২৯ পিএম

১৫ জুন চিনা সেনাদের হাতে ভারতীয় জওয়ানদের মৃত্যুর প্রতিবাদে ভারতের বহু জায়গায় প্রতিবাদসহ চিনা দ্রব্য বয়কটের ডাক দেয় গেরুয়া বাহিনী। জাতীয় ভাবাবেগকে উসকে দিতে এবার তাদের সঙ্গে ময়দানে নেমে পড়ল হিন্দু সেনা।

লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চিনা সেনারা ২০ ভারতীয় জওয়ানকে হত্যা করার প্রতিবাদে দিল্লির চিনা দূতাবাসের বাইরের রাস্তায় থাকা চিনা দূতাবাসের সাইনবোর্ডে কালি লেপন করে দিল হিন্দু সেনা। মঙ্গলবার হিন্দু সেনার কর্মীরা দিল্লি পঞ্চশীল পার্ক এলাকায় চিনা দূতাবাসের সাইনবোর্ডে কালি লাগিয়ে একটি পোস্টারও সেঁটে দেয়।
ওই পোস্টারে তারা লিখে দেয়, ‘চিন গদ্দার হ্যায়, হিন্দি চিনি বাই বাই’। রাস্তার উপরে ফলকে হিন্দি ও ইংরেজিতে লেখা ছিল চিনা দূতবাস। তার উপর কালি লাগিয়ে দিয়ে হিন্দু সেনার কর্মীরা হিন্দিতে ওই স্লোগান লিখে দেয়। পুবের কলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-চীন

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ