Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে সুইমিং পুলে ৩ ভারতীয়র মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১১:১২ এএম

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় নিউ জার্সির পূর্ব ব্রান্সউইকে বাড়ির সুইমিং পুল থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তবে মার্কিন পুলিশ তিনজনের মৃত্যুকে দুর্ঘটনা বলেই মনে করছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে। নিহতরা হলেন- ভরত পটেল (৬২), তার পুত্রবধূ নিশা পটেল (৩৩) ও ৮ বছরের নাতনি।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ৯১১ ফোন আসে। পটেল পরিবারের এক প্রতিবেশী ফোন করে পুলিশকে মৃত্যুর বিষয়টি জানান।

মিডলসেক্স কাউন্টি আঞ্চলিক মেডিকেল এগজামিনারের দফতর থেকে মঙ্গলবার দাবি করা হয়েছে, দুর্ঘটনাবশত পরিবারের তিন সদস্য মারা গেছেন।

গত এপ্রিলেই আমেরিকায় এক ভারতীয় দম্পতির রহস্যজনক মৃত্যু হয়। সেই তদন্তের জট এখনও খোলেনি। ৩৫ বছরের ভারতীয় বংশোদ্ভূত বিবাহিত যুবতীকে তার অ্যাপার্টমেন্টের মধ্যেই খুন করা হয় বলে অভিযোগ।

সূত্র: এই সময়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ