Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতীকী হজে ১৫শ’ কোটি ডলার থেকে বঞ্চিত হবে সউদী আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ৬:১৮ পিএম

প্রতীকী হজের কারণে সউদী আরব ১৫’শ কোটি ডলার থেকে বঞ্চিত হবে।হজ থেকে বাড়তি ৩’শ কোটি ডলার আয় বাড়াতে প্রথম ধাপে ১১৫টি ভবন, ৭০ হাজার হোটেল রুম, ৯ হাজার হাউজিং ইউনিট, ৩.৬ লাখ বাণিজ্যিক স্থান নির্মাণ শুরু হলে দেড় লাখ মানুষ কাজের সুযোগ পায়। ২০৩০ সাল নাগাদ হাজিদের সংখ্যা ৩০ লাখে উন্নীত করতে উদ্যোগ নেয়া হয়। -টাইমস অব ইন্ডিয়া

বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো হজযাত্রী পরিবহনে বিশাল আয় থেকে বঞ্চিত হচ্ছে। গত ২৫ বছরে ৫৪ মিলিয়ন মানুষ হজ করেছে । হজ থেকে বছরে ১২ ’ শ কোটি ডলার আয় হয় যা স উদী আরবের তেল বর্হির্ভূত জিডিপি ’ র ২০ ও মোট জিডিপি ’ র ৭ শতাংশ ।

স উদী সরকার এ আয় ২০২২ সাল নাগাদ দেড় ’ শ বিলিয়ন অর্থাৎ ১৫ হাজার কোটি ডলারে উন্নীত করতে মক্কায় বেশ কিছু পাঁচতারকা হোটেল নির্মাণ করে , এসব হোটেলের একটি সুইটে এক রাতের ভাড়া ৫ হাজার ৮৮০ ডলার ।

হজ পালনের সময় বিনামূল্যে তাবু , ‘ স্লিপিং পড ’ ছাড়াও ২৪টি হোটেলে সাশ্রয়ী ‘ ক্যাপসুল ’ বা ছোট আকারের নিবাসের ব্যবস্থা করা হয়। এসব স্থানে হজের ৬ দিন ঘুমানো , কাপড় পাল্টানো , গোসল ও মালামাল রাখার ব্যবস্থা রয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ