Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের অভিযোগ, বারাক ওবামা দেশদ্রোহিতা করেছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ৬:০২ পিএম

বারাক ওবামা দেশদ্রোহীতা করেছেন বলে অভিযোগ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প অভিযোগ করেছেন, তার পূর্বসূরী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৬ সালে ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার যোগাযোগ নিয়ে তদন্ত করে এ অপরাধ করেছেন। -ডেইলি মেইল, দ্য হিল, সিবিএন

ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ক সিবিএন নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদিও ট্রাম্প কিভাবে এটিকে দেশদ্রোহীতা বললেন, তা নিয়ে কোনো ব্যাখ্যা করেন নি। কিন্তু ট্রাম্প বারবার বলেন, তার পূর্ববর্তী প্রশাসন মার্কিন নির্বাচনে রাশিয়া তদন্তে তার প্রচারণা দলে গুপ্তচরবৃত্তি করেছিলো।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন , রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রচারণা শিবিরের সম্পৃক্ততা রয়েছে এমন দাবি করার জন্য ওবামা প্রশাসনের সদস্যদের শাস্তি পাওয়া উচিত। ট্রাম্প বলেন , যদি এটি উল্টো হতো , দুই বছর আগে ২৫ জন ব্যক্তিকে ৫০ বছরের জন্য কারাবাসে যেতে হতো। আর যদি এটি ১০০ বছর বা ৫০ বছর পূর্বে হতো তাদের মৃত্যুদণ্ড দেয়া হতো। কিন্তু আমরা এখন ভিন্ন সময়ে রয়েছি। বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাইছি। তারা বিরোধী দলের প্রচারণা শিবিরে গুপ্তচরবৃত্তি চালিয়েছে এবং আমরা তাদের ধরে ফেলেছি ।

ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিযোগ করছেন , ডেমোক্রেট দল , বিচার বিভাগ ও এফবিআই নিজেদের ক্ষমতাকে অপব্যবহার করছে এবং তার প্রচারণা দলের সদস্যদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে তার প্রেসিডেন্সিকে খর্ব করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ