গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সেই ছিনতাইকারী সোহেলকে (৩০) আটক করেছে পুলিশ। সোমবার রাত সোয়া ১০টার দিকে তেঁজগাও থানা পুলিশের একটি দল আটক করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
আজ সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এস মফিজুর রহমান পলাশ।
তিনি জানান, সোহেল কারওয়ান বাজার সার্ক ফোয়ারা এলাকার ছুরি দিয়ে পথচারীদের ব্যাগ কেটে মূল্যবান সামগ্রী চুরি, চলন্ত বাস থেকে মোবাইল ছিনতাই এর মত অপরাধের সাথে জড়িত।
তিনি আরো জানান, সোহেল শরীয়তপুর জেলার বাসিন্দা হলেও বর্তমানে তিনি ফার্মগেট এলাকায় ভাসমান হিসেবে বাস করেন। সে ফার্মগেট, কারওয়ান বাজার, সার্ক ফোয়ারা সংলগ্ন এলাকায় বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সাথে জড়িত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।