Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিম তীর অধিগ্রহণ নিয়ে ইসরাইলি লবিও ক্ষুব্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১২:০১ এএম

ফিলিস্তিনের পশ্চিম তীরের দখলকৃত অংশ এবার অধিগ্রহণ করতে চায় ইসরাইল। অর্থাৎ, ওই ভূখন্ড নিজেদের দেশের অংশ হিসেবে ঘোষণা দিতে চায়। এ নিয়ে বিশ্বজুড়েই নানা আলোচনা চলছে। এর ফলে দ্বি-রাষ্ট্র সমাধানের আনুষ্ঠানিক ইতি ঘটবে বলেও বলা হচ্ছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক হলো, যুক্তরাষ্ট্রে ইসরাইলি লবি বলে পরিচিত অংশটির বেশিরভাগই এই অধিগ্রহণের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইসরাইলের পক্ষে যুক্তরাষ্ট্রে সক্রিয় সবচেয়ে ক্ষমতাধর সংগঠন আইপ্যাক। সংগঠনটি এই অধিগ্রহণ ইস্যুতে ইসরাইলকে সমালোচনায় অনাপত্তি দেখিয়েছে। অনেক কট্টর ইসরাইলপন্থী ব্যক্তিবর্গও ইসরাইলের প্রতি পশ্চিম তীর অধিগ্রহণ না করার আহবান জানিয়েছেন। অপরদিকে উদারমনা বলে পরিচিত ইহুদী সংগঠন জে স্ট্রিট ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কাছে ২৮ জন ডেমোক্রেট দলীয় সিনেটর স্বাক্ষরিত একটি চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে। সেখানে বলা হয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে অগ্রাহ্য করা হলে তা যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতারণা হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির শীর্ষস্থানীয় দাতা হাইম সাবানের কর্মকান্ড। সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইসরাইলি একটি পত্রিকায় হিব্রু ভাষায় নিবন্ধ লিখে বলেছেন, পশ্চিম তীর অধিগ্রহণ করার অর্থ হলো আরব বিশ্বের সঙ্গে ইসরাইলের যেই সম্পর্কই এতদিন হয়েছে, তা বিনষ্ট হওয়া। বলা হচ্ছে, সেই নিবন্ধ ছাপাতে হাইম সাবানই সহযোগিতা করেছেন। তবে এতেক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প ঘেঁষা ডানপন্থীরা। তবে এ থেকে আরও বোঝা যাচ্ছে যে, ইসরাইল লবির মধ্য ও বামঘেঁষা অংশ পছন্দ করছে না উগ্র ডানঘেঁষা অংশ যা করছে। এ যেন হাইম সাবান বনাম আরেক চরমপন্থী ইসরাইলপন্থী ডোনার শেলডেন আডেলসন। সাবান ও আডেলসন যথাক্রমে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলে ইসরাইল ইস্যুতে সবচেয়ে বড় দাতা। তারা এতদিন নিশ্চিত রেখেছেন মার্কিন এই দুই দল যেন ইসরাইল ইস্যুতে এক থাকে। তবে এটি স্পষ্ট যে ইসরাইল লবির জন্য এক সঙ্কট চলছে। কারণ, পশ্চিম তীর অধিগ্রহণ করলে তা মার্কিন জনগণের কাছে গ্রহণযোগ্য করাটা অনেক কঠিন হয়ে পড়বে তাদের জন্য। মন্ডোয়িস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ