মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বর্ণবাদ বিরোধী বিক্ষোভের কারণে ফর্সা হওয়ার ক্রিম বিক্রি বন্ধ করেছে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাষ্ট্রভিত্তিক ত্বক ফর্সাকারী ক্রিমের উৎপাদন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন ।-নিউইয়র্ক টাইমস, জি নিউজ
রিপোর্টে বলা হয়, জনসন অ্যান্ড জনসন কোম্পানির পক্ষ থেকে রোববার বলা হয়, তাদের কিছু পণ্যের নাম ও দাবি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে। তাদের কিছু পণ্যের ক্ষেত্রে দাবি করা হয়, ত্বকের স্বাভাবিক রং থাকার বদলে তাদের ক্রিম ব্যবহার করে ত্বক উজ্জ্বল করা বা সাদা করা ভালো। তবে এটা বলা কোনোদিনই তাদের উদ্দেশ্য ছিল না। স্বাস্থ্যবান ত্বকই সুন্দর ত্বক। তাই তারা এই পণ্য আর উৎপাদন করবে না।
জি নিউজ জানায় , জনসন অ্যান্ড জনসন ছাড়াও ইউনিলিভার , প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল , ল ’ রিয়েল ’ র মতো কোম্পানিগুলো বিশ্বে তথাকথিত ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করে। তবে তারা তাদের ক্রিম বিক্রির ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি। তবে ভারতে ফেয়ার এন্ড লাভলী বন্ধেরও দাবি উঠেছে । বাজার গবেষণাকারী সংস্থা ইউরোমনিটর ইন্টারন্যাশনাল জানায় , গত বছর বিশ্বে প্রায় ৬ হাজার ২৭৭ টন ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি হয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।