Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএলএম বিক্ষোভকারিরা জর্জ ওয়াশিংটনের মূর্তি ভাংচুর করলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৫:২৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে জার্মান আমেরিকান সোসাইটির লনে অবস্থিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মূর্তি ৩০ থেকে ৪০ জনের এক বিক্ষোভকারির দল শুক্রবার সকালে ভাংচুর করেছে। বেশকয়েকজন বিক্ষোভকারী মূর্তি বেয়ে ওঠে এবং এর ক্ষতিসাধন করে। - সিএনএন, পোর্টল্যান্ড ট্রিবিউন, জেরুজালেম পোস্ট

জানা যায়, রিচমন্ড, ভার্জিনিয়া থেকে বিক্ষোভকারিরা এসে ওই ভাংচুরে অংশ নেয়। গত ২৫ মে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড পুলিশী নির্যাতনে মারা যাওয়ার পর ‘ব্লাক লাইভস ম্যাটার’ ব্যানারে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ চলছে এবং এক পর্যায়ে দাস ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদেরও মূর্তি ভাংচুর শুরু করে। বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকারীরা ইতিমধ্যে ঔপনিবেশবাদী হিসেবে পরিচিত বেশ কিছু ব্যক্তিত্বের মূর্তি ভাংচুর করেছে। এ কারণে বিখ্যাত ব্যক্তিদের মূর্তি স্থানীয় কর্তৃপক্ষ সরিয়ে নেয়। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ কোনো কোনো ব্যক্তির মূর্তি পাহারা দিয়ে রাখে ।

আন্দোলনকারিরা কিছু মূর্তিতে রং ছিটিয়ে বা গ্রাফিতি এঁকে দেয়ার ঘটনাও ঘটিয়েছে। মূর্তি ভাংচুরের পর তা পানিতে ফেলে দিয়েছে । সাবেক প্রেসিডেন্ট জেফারসন ডেভিস , ক্রিস্টোফার কলম্বাসের একটি স্মৃতিস্তম্ভ সহ বেশ কয়েকটি মূর্তি ভাংচুরের পর ভার্জিনিয়ার গভর্নর রালফ নর্দাম্প রিচমন্ড থেকে জেনারেল ই . লি ’ র মূর্তিটি সরিয়ে নেয়ার নির্দেশ দেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ