মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে সবর্দলীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুমকি দিয়ে বলেন, ‘ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকানোর কারও সাহস নেই। যারা চেয়েছিলো, তাদের লাদাখ সীমান্তে উপযুক্ত শাস্তি দিয়েছে সেনাবাহিনী।’
তিনি আরও বলেন, ‘ভারতের সীমান্তই অতিক্রম করতে পারেনি চীন। দখল করতে পারেনি কোন সেনাচৌকি।’ অনুপ্রবেশ ইস্যুতে প্রশ্ন করা হলে মোদি উত্তর দিয়ে বলেন, ‘চীনের আচরণে গোটা দেশ ক্ষুব্ধ। কিন্তু, সেনা তৎপরতায় ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গাড়ার সাহস নেই কারো।’
চীনের সাথে সামরিক ও কূটনৈতিক আলোচনায় ভারতের অবস্থান স্পষ্ট। প্রতিবেশীদের সাথে শান্তি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও সার্বভৌমত্ব রক্ষাকেই গুরুত্ব দেবে নয়াদিল্লি। একারণে লাদাখ নিয়ন্ত্রণরেখায় সেনাবহর এবং টহল বৃদ্ধি করা হয়েছে।
এদিকে বিজেপি'র মেদিনীপুরের প্রতিনিধি এবং পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে জানতে চাওয়া হয়েছিল, তবে কি এবারও '৬৭ সালের মতো ভারতই চিনকে আক্রমণ করবে? তিনি বলেন, এখন আধুনিক যুগ, সবকিছুই স্যাটেলাইটে ধরা পড়ে। বালাকোর্টেও আক্রমণের প্রমাণ রয়েছে। সময় সবকিছুরই জবাব দেবে। খবর আনন্দবাজারের।
ভারতীয় লোকসভায় পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দৃঢ়কণ্ঠে বলেন- ভারতকে যারা ভয় দেখানোর চেষ্টা করবে, তারা উচিত শিক্ষাই পাবে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সীতারাম স্ট্রিটের 'চায়ে পে চর্চা'য় যোগ দেন পশ্চিমবঙ্গে রাজনৈতিক দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই বর্তমানে পরিস্থিতিতে চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়। তখনই তিনি এই উত্তর দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।