Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মীরে ৮ জনকে হত্যা করেছে ভারতীয় বাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১২:০২ এএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে শোপিয়ান ও পাম্পোরে দুটি ‘বন্দুকযুদ্ধে’ ৮ জঙ্গি নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পাম্পোরে মসজিদে লুকিয়ে ছিল দুই জন। তাদের কৌশলে সেখান থেকে বের করে করে ভারতীয় যৌথ বাহিনী। পুলিশ বলেছে, মসজিদের পবিত্রতা রক্ষা করতে গুলি চালায়নি নিরাপত্তা বাহিনী এবং আইইডির ব্যবহারও করেনি। কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের আয়ত্তে আনে নিরাপত্তারক্ষীরা। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে দুই এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। পাঁচজনকে হত্যা করা হয় শোপিয়ান জেলার মুনান্দ এলাকায় এবং তিনজন নিহত হয় পুলওয়ামা জেলার পাম্পোরে। বৃহস্পতিবার পাম্পোরে একজন নিহত হওয়ার পর দুজন কাছের একটি মসজিদে লুকিয়ে পড়ে। শুক্রবার সকালে মসজিদের ভেতরে কাঁদানে গ্যাস ছুড়লে তারা বেরিয়ে আসে এবং হত্যা করা হয়। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমারও জানান, কোনও গুলি তারা ছোড়েননি কিংবা আইইডি ব্যবহার করেননি। এনডিটিভি।



 

Show all comments
  • jack ali ২০ জুন, ২০২০, ৮:৫৭ পিএম says : 0
    May Allah destroy Modi and his barbarian army from Kashmir. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ