মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে শোপিয়ান ও পাম্পোরে দুটি ‘বন্দুকযুদ্ধে’ ৮ জঙ্গি নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পাম্পোরে মসজিদে লুকিয়ে ছিল দুই জন। তাদের কৌশলে সেখান থেকে বের করে করে ভারতীয় যৌথ বাহিনী। পুলিশ বলেছে, মসজিদের পবিত্রতা রক্ষা করতে গুলি চালায়নি নিরাপত্তা বাহিনী এবং আইইডির ব্যবহারও করেনি। কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের আয়ত্তে আনে নিরাপত্তারক্ষীরা। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে দুই এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। পাঁচজনকে হত্যা করা হয় শোপিয়ান জেলার মুনান্দ এলাকায় এবং তিনজন নিহত হয় পুলওয়ামা জেলার পাম্পোরে। বৃহস্পতিবার পাম্পোরে একজন নিহত হওয়ার পর দুজন কাছের একটি মসজিদে লুকিয়ে পড়ে। শুক্রবার সকালে মসজিদের ভেতরে কাঁদানে গ্যাস ছুড়লে তারা বেরিয়ে আসে এবং হত্যা করা হয়। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমারও জানান, কোনও গুলি তারা ছোড়েননি কিংবা আইইডি ব্যবহার করেননি। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।