Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের পদক্ষেপ আটকে দিলো মার্কিন সুপ্রিম কোর্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১২:০২ এএম

বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে থাকা সাড়ে ৬ লাখ তরুণ-তরুণীকে দেশটি থেকে বের করে দিতে ট্রাম্প প্রশাসন যে পরিকল্পনা নিয়েছিল, তা আটকে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নেয়া ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল’ (ডাকা) কর্মসূচিতে ওই তরুণ-তরুণীদের যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে থাকা ও কাজের সুযোগ দেওয়া হয়েছিল। বাবা-মা’র সঙ্গে বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে আসা এ অনিবন্ধিতরাই ‘ড্রিমার্স’ নামে পরিচিত। তাদের বহিঃসমর্পণ আটকাতে ২০১২ সালে ওবামা প্রশাসন ডাকা কর্মসূচি নিয়েছিল। প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প এ সুরক্ষা কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার মার্কিন সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারক কর্মসূচিটি বাতিলে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার বিপক্ষে অবস্থান নেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ওবামা আমলের এ কর্মসূচি বাতিলে ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের নেয়া সিদ্ধান্তকে আগেই ‘বিধিবহির্ভূত’ বলেছিল নিম্ন আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ৫ বিচারক নিম্ন আদালতের দেয়া রায় বহাল রাখার পক্ষে অবস্থান নেন, বিপক্ষে থাকেন ৪ জন। রক্ষণশীল হিসেবে খ্যাত প্রধান বিচারক জন রবার্টস এদিন সুপ্রিম কোর্টের চার উদারপন্থি বিচারকের সঙ্গে একত্রে ট্রাম্প প্রশাসনের নেয়া পরিকল্পনার বিরোধিতা করেন। ‘ড্রিমার্সদের’ সুরক্ষা বাতিলে যুক্তরাষ্ট্র প্রশাসনের পদক্ষেপকে ‘খামখেয়ালি ও অবিবেচনাপ্রসূত’ কাজ বলে অভিহিত করেন তারা। সুপ্রিম কোর্টের আদেশের ফলে অস্থায়ীভাবে থাকা প্রায় সাড়ে ৬ লাখ তরুণ-তরুণী যুক্তরাষ্ট্রে আরও দুই বছর কাজ করার সুযোগ পেলেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ