Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা কাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট উভয় বিভাগের বিচারকদের নিয়ে ভিডিও কনফারেন্সে ফুল কোর্ট সভা (ফুল কোর্ট রেফারেন্স) ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সভায় আদালত পরিচালনাসহ বিচার ব্যবস্থা কেন্দ্রিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়।

করোনা ভাইরাস মহামারির কারণে আগামীকা সোমবার অনলাইন প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রার জেনারেল মো.আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জানান,এবারের ফুল কোর্ট সভায় আদালতের কার্যক্রম ও ভার্চুয়াল কোর্টের লজিস্টিক বিষয়সহ বিবিধ আলোচনা হবে।

ভিডিও কনফারেন্সে ফুল কোর্ট সভা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানা যাচ্ছে যে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণের অংশগ্রহণে আগামী ৭ ডিসেম্বর সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে। সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদেরকে অংশ গ্রহণের জন্য প্রধান বিচারপতির নির্দেশনাক্রমে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ