Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সুপ্রিম কোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

ভার্চুয়ালত আদালত চলাকালে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গতকাল রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগীয় ভার্চুয়াল বেঞ্চ এ নির্দেশ দেন। ঢাকা পাওয়ার ড্রিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসনসূত্র জানায়, গত ১ অক্টোবর ভার্চুয়াল আদালতের মামলার কার্যক্রম পরিচালনার সময় বিদ্রুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছিল। এটি বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ডিপিডিসির এমডিকে তলব করে আদেশ দিয়েছিলেন। রোববার তিনি উপস্থিত হওয়ার পর সুপ্রিম কোর্টে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেন আপিল বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ